আপনজন ডেস্ক: আইপিএলের ১৭তম আসর শুরু হতে বাকি এক সপ্তাহ। তবে বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য শুরুর আগেই শেষ হয়ে গেছে এবারের আসর। কেউ চোটের কারণে ছিটকে পড়েছেন, কেউবা আবার নিজেই ব্যক্তিগত কারণে সরে গেছেন। টুর্নামেন্ট শুরুর আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা কিন্তু কম নয়।দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি এই ছিটকে যাওয়াদের তালিকায় সর্বশেষ সংযোজন। এর আগে ভারতের দুই পেসার, ইংল্যান্ডের তিন ক্রিকেটারেরও আইপিএল শেষ হয়ে গেছে। এ ক্ষেত্রে দলগতভাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের। দুই দলকেই দুজন করে খেলোয়াড় বদলাতে হয়েছে।
হ্যারি ব্রুক (দিল্লি ক্যাপিটালস)
হ্যারি ব্রুককে নিলাম থেকে ৪ কোটি ইউরোয় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকে পাচ্ছে না দিল্লি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
মোহাম্মদ শামি (গুজরাট টাইটানস)
প্রসিধ কৃষ্ণা (রাজস্থান রয়্যালস)
মার্ক উড (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)
গাস অ্যাটকিনসন (কলকাতা নাইট রাইডার্স)
জেসন রয় (কলকাতা নাইট রাইডার্স)
ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)
লুঙ্গি এনগিডি (দিল্লি ক্যাপিটালস)
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct