এম মেহেদী সানি, গাইঘাটা, আপনজন: সোমবার দেশজুড়ে লাগু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা), যা দেশ থেকে রাজ্যের রাজনীতিতে পক্ষে-বিপক্ষে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে ৷ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইনকে ভাঁওতা বলে মন্তব্য করেছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন ৷ এরই মাঝে শুক্রবার মতুয়াগড় গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে শুরু হয় সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল । মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর । এই প্রতিবাদ মিছিল শুরু হয় ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে, মিছিলে অংশগ্রহণকারী মাতুয়ারা নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানান, পাশাপাশি ‘বিজেপির ভাঁওতাবাজি - মানছি না, মানবো না’ বলেও শ্লোগান দিতে দেখা যায়। এ দিন মমতা বালা ঠাকুর বলেন, ‘আমার স্বামী শ্বশুরমশাই এর দীর্ঘদিনের আন্দোলন ছিল যাতে মতুয়ারা নিঃশর্ত ভাবে নাগরিকত্ব পায় । কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সিএএ নোটিফিকেশনে উল্লেখ করেছে কাগজপত্র দেখাতে হবে ।’ মমতা সিএএ আইনের সমস্যার কথা তুলে ধরে কার্যত হুশিয়ারি দিয়ে বলেন, ‘ঠাকুরনগর থেকে এই আন্দোলন শুরু হলো ৷ আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলন করবে তৃণমূল ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct