আপনজন ডেস্ক: বৃহস্পতিবার নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করেছে। ওয়েবসাইটে ৭৬৩ পৃষ্ঠার দুটি তালিকা আপলোড করা হয়েছে। একটি তালিকায় যারা বন্ড কিনেছেন তাদের তথ্য রয়েছে। দ্বিতীয়টিতে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত বন্ডের বিবরণ রয়েছে।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তার রায়ে বলেছিল এসবিআইকে ১২ মার্চের মধ্যে ইলেক্ট্ররাল বন্ডের সব তথ্য প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনকে ১৫ মার্চ বিকেল ৫টার মধ্যে সব তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে এসবিআই তথ্য পেশ করে। নির্বাচন কমিশন জানিয়েছে যে শীর্ষ আদালতের নির্দেশ মেনে তারা এসবিআইয়ের কাছ থেকে প্রাপ্ত নির্বাচনী বন্ডের তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করেছে।নির্বাচনী বন্ডের ডেটা ১২ এপ্রিল ২০১৯ থেকে ১১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। রাজনৈতিক দলগুলিতে সর্বাধিক অনুদান প্রদানকারী সংস্থা হল ফিউচার গেমিং এবং হোটেল পরিষেবা পিআর, যা ১৩৬৮ কোটি টাকার বন্ড কিনেছে। তারাই সবচেয়ে বেশি অনুদান দিযেছে রাজনৈতিক দলগুলিকে। বলা হয়, এই অনুদানের কারণেই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট মার্টিনের সংশ্লিষ্ট কোম্পানিকে নোটিশ পাঠায় যা পরে প্রত্যাহার করা হয়।
মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন নির্বাচনী অনুদানে ৯৮০ কোটি টাকা দান করেছে। এই সংস্থাটি তেলেঙ্গানার কালেশ্বরাম ইরাভাই সেচ প্রকল্প অধিগ্রহণ করেছে বলে জানা গেছে যার মাধ্যমে অর্থ দেওয়া হতে পারে।বিজেপি সবচেয়ে বেশি অনুদান গ্রহণকারী দল। সামগ্রিকভাবে বিজেপি ১১,৫৬২ কোটি টাকা অনুদান পেয়েছে। তার পরের স্থান তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস ৩২১৪.৭ কোটি টাাক অনুদান পেযেছে। আর কংগ্রেস পেয়েছে ২৮১৮.৪ কোটি টাকা।এছাড়া, যে দলগুলো নির্বাচনী বন্ড নগদ করেছে তাদের মধ্যে রয়েছে আম আদমি পার্টি, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কড়গম (এআইএডিএমকে), শিবসেনা, তেলুগু দেশম পার্টি (টিডিপি), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআর কংগ্রেস),জনতা দল (সেকুলার) (জেডিএস), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), জনতা দল (ইউনাইটেড) (জেডিইউ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), এসপি (সমাজবাদী পার্টি) ও দ্রাবিড় মুন্নেত্রা কড়গম (ডিএমকে)। জানা গিয়েছে, বিজেপি একাই ৪৭ শতাংশ ইলেক্টরাল বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে। তারা এক কোটি টাকার বন্ড পেয়েছে ৫৮৮৪টি, তৃণমূল কংগ্রেস ১৪৬৭টি, কংগ্রেস পেযেছে ১৩১৮টি, বিআরএস পেয়েছে ১১৮১টি, বিজেডি পেয়েছে ৭৬৬টি। তবে কারা কোন দরকে কত টাকা দিয়েছে তা অবশ্য জানা যায়নি। এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ, যিনি এই ক্ষেত্রে পিটিশন দায়ের করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে এসবিআই অনন্য কোড প্রদান করেনি যা প্রকাশ করবে কে কাকে অনুদান দিয়েছে। এই পরিস্থিতিতে, তারা আবার সুপ্রিম কোর্টে কোড সম্পর্কে তথ্যের জন্য যেতে পারেন।উল্লেখ্য, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৭ সালের বাজেটে নির্বাচনী বন্ড স্কিম চালু করেছিলেন। ক্রেতা ১০০০ টাকা থেকে ১ কোটি টাকার বন্ড কিনতে পারে। গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে দলটিকে এই বন্ডটি দান করা হয়েছিল তার পক্ষে কমপক্ষে ১% ভোট পাওয়া বাধ্যতামূলক ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct