দেবাশীষ পাল, মালদা, আপনজন: ’গৌড়বঙ্গের মাটি, সম্প্রীতির মাটি। কিন্তু সম্প্রীতির মাটিতে বিজেপি হিন্দু-মুসলিম কার্ড খেলতে চাইছে। আমি এটাকে আটকাবো’, বুধবার সাত সকালে কলকাতা থেকে মালদায় ফিরে এমনটাই বললেন দক্ষিণ মালদা লোকসভা আসনের তৃণমূল প্রার্থী শেহেনওয়াজ আলি রেহান। বিজেপি আমাকে দেশদ্রোহী বলে আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে। আমি ভারতের বিরোধী নয়। বিজেপির সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে লন্ডনে আন্দোলন করেছিলাম। বিজেপির এই বাংলা তথা দেশ ভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াই করবো। বুধবার মালদায় ফিরে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান একথা জানান। গৌড় এক্সপ্রেস ট্রেনে শিয়ালদহ থেকে মালদা টাউন স্টেশনে আসেন। তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলার নেতানেত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct