নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: প্রোগ্রেসিভ মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশন অফ ইন্ডিয়া (PMPAI) মুর্শিদাবাদ জেলার চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত রবিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের হিজল হলে। সংগঠনের রাজ্য সহসভাপতি সিনিয়র ফার্মাসিস্ট শ্রী যুগল পাখিরা পতাকা উত্তোলন করে সম্মলনের সূচনা করেন। উদ্বোধনী অধিবেশনের শুরুতেই আবৃত্তি পরিবেশিত হয়। তারপর ‘স্ট্রোক প্রিভেনশন’ নিয়ে সেমিনারে আলোচনা করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডা: রামিজ রাজা। এর পরে চিকিৎসা বিজ্ঞানের মহান পূর্বসুরীদের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রয়াত সদস্য-সংগঠকদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ডাঃ গোলাম জিকরিয়া। সম্মেলনের স্বাগত ভাষণ দেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও সংগঠনের উপদেষ্টা ডা: সামসুল হক এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পি এম পি এ আই এর রাজ্য সহসভাপতি যুগল পাখিরা। বিশিষ্ট অতিথিদের মধ্যে শুভেচ্ছা জানিয়ে ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে সার্জেন ডা: কৌস্তভ ঘোষ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: আসিফ কামাল, ডাঃ তারানা সেখ ও ডাঃ অংশুলা নাহা এবং বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা: কবিরুল আলম ও ডা: সাগিরুদ্দিন আহাম্মেদ। জেলা সিএমওএইচ অফিসের আধিকারিক শ্রী রাশিদুল ইসলাম সম্মলনের সাফল্য কামনা করে ও আই এইচ সিপি দের ভূমিকার প্রশংসা করে বক্তব্য রাখেন। চতুর্থ জেলা সম্মেলনের আহ্বায়ক শাজাহান সেখ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।গ্রামীণ চিকিৎসক মেরাজ শেখ ও আকরামুল শেখ সাংগঠনিক রিপোর্টের উপর আলোচনা করেন। সম্মেলনের বিশেষ অতিথি কলকাতা জেলা এম এস সি’র সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা: নীলরতন নাইয়া তার বক্তব্যে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের উন্নত ট্রেনিং দিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন ও তাদের সংগঠিত আন্দোলন করে দাবি আদায় করার পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct