নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সাথে বাড়ছে তাপমাত্রা। কিন্তু এলাকায় একটি মাত্র নলকূপই ভরসা প্রায় ৪০টি পরিবারের। আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রন যুক্ত জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল সংকটে ক্ষোভ এলাকায়। অভিযোগ,স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানের কাছে বারেবারে আবেদন করেও কোন কাজ না হওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা।এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে।জানা যায়,পেমা ৪০ নং বুথের প্রায় চল্লিশটি দরিদ্র পরিবার দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে একটি মাত্র অগভীর নলকূপ থেকেই পানীয় জল পান করে আসছে।পুকুরের নোংরা জলে স্নান ও থালাবাসন মাজার কাজ করে থাকে।লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের মানুষজন।স্থানীয় বাসিন্দা সাবেরা,নুরসেবা ও সান্তারা পারভীনরা জানান,দীর্ঘ সাত বছর ধরে এই অগভীর নলকূপের জল পান করে আসছে তারা।কাপড়কাচা,থালাবাসন মাজা ও স্নান পুকুরের নোংরা জলে করে থাকে।নেতারা ভোটের সময় জলের সমস্যা সমাধান করিয়ে দেওয়ার আশ্বাস দিলেও হয়নি কোন কাজ।তাই এবার লোকসভা ভোটের আগে পানীয় জলের সমস্যার সমাধান না হলে পাড়ার কেউ ভোট দিতে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান,ওই বুথে দীর্ঘ কুড়ি বছর ধরে কংগ্রেসের মেম্বার ছিল।তারা এলাকায় কিছুই কাজ করেনি।এবারও বাম কংগ্রেস জোটের দখলে পঞ্চায়েত রয়েছে। তবে পেমা গ্রামের পাশে রাণীটোলা গ্রামে জল মিশন প্রকল্পের কাজ শুরু হয়েছে।শীঘ্রই পাইপ লাইন মারফতে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে যাবে।বিডিও সৌমেন মন্ডল বলেন,খোঁজ নিয়ে দেখছি।এলাকায় এই ধরনের সমস্যা হয়ে থাকলে দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করে দিবেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct