আপনজন ডেস্ক: ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একদল সিনেটর চিঠি পাঠিযয়েছেণ। এমনকি গাজায় মানবিক কার্যক্রমে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেছেন তারা। যুক্তরাষ্ট্রের আটজন সিনেটর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সাতজন ডেমোক্র্যাট সিনেটর গত সোমবার প্রেসিডেন্ট বাইডেনকে ওই চিঠিটি পাঠান। চিঠিতে তারা বলেছেন, মানবিক কার্যক্রমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপ মার্কিন সাহায্য নিরাপদ এবং সময়মত দুর্গত মানুষের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে। সিনেটররা জোর দিয়ে বলেছেন, মার্কিন মানবিক কার্যক্রমে নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপ মানবিক সহায়তা করিডোর আইনের লঙ্ঘন। চিঠিতে আরো বলা হয়েছে, এই অধ্যায় বা অস্ত্র রফতানি নিয়ন্ত্রণ আইনের অধীনে কোনো দেশকে কোনো সহায়তা প্রদান করা যাবে না যখন প্রেসিডেন্টের কাছে জানানো হয়, কোনো দেশের সরকার যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিবহন বা বিতরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ বা অন্য কোনোভাবে বিধি-নিষেধ আরোপ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct