আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছে। সোমবার (১১ মার্চ) রাতে গাজা শহরের কুয়েতি গোলচত্বরে এই হামলা চালায় ইসরায়েল। এর আগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ১১২ জনকে হত্যা করেছিল দখলদার ইসরায়েল। ঐ ঘটনায় আহত হন আরো কমপক্ষে ৭৬০ জন। ঘটনাটি সারাবিশ্বে ‘ফ্লাওয়ার ম্যাসাকার’ নামে পরিচিত পায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঐদিন ভোরে গাজা সিটির দক্ষিণে আল-নাবলুসি গোলচত্বর এলাকার কাছে ত্রাণ নেয়ার জন্য অপেক্ষা করছিলেন শত শত ফিলিস্তিনি। সেসময় হঠাৎ করেই তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগেও খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct