সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিষ্ণুপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ লোহার পাড়ার বাসিন্দা বাপি লোহার, মার্চ মাসের ৯ তারিখে বন্ধুদের সাথে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যোগদানের জন্য ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিষ্ণুপুর রেলস্টেশন থেকে ট্রেন ধরে, পরের দিন অর্থাৎ ১০ই মার্চ তৃণমূলের জনগর্জন সভাতে যোগদান করে এমনটাও দাবি পরিবারের লোকজনের। পরিবারের দাবি একাধিকবার তাকে ফোন করা হয়েছিল, কথাও হয়েছে, জানিয়েছিলেন সভা শেষে বাড়ি ফিরবেন। বাপি লোহার এর স্ত্রী ঝরনা লোহার জানান ১০ই মার্চ দুপুর সাড়ে তিনটের সময় শেষবারের মতো কথা হয়েছে তিনি জানিয়েছিলেন রাতের মধ্যেই ঘরে ফিরবেন। সন্ধ্যে পুনরায় তাকে ফোন করা হলে ফোন রিসিভ করেন বাপি লোহার এর এক বন্ধু। তিনি জানান হাওড়া প্লাটফর্ম থেকে ট্রেনে চাপার আগে বাপি লোহার অসুস্থ থাকার জন্য তাকে প্ল্যাটফর্মে রেখে জল আনতে গিয়েছিলেন তারা, এসে আর বাপি লোহার কে খুঁজে পাননি তাঁরা। বহু খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তার বন্ধুরা ফিরে আসে বাড়িতে। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাপিলাহারের স্ত্রী এবং পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলর এর কাছে। রাতভর খোঁজাখুঁজি করার পর কাউন্সিলরের নির্দেশে পরের দিন সকালে বিষ্ণুপুর থানায় একটি নিখোঁজ অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। চার দিন পেরিয়ে গেলেও এখনো বাপি লোহারের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে বাপি লোহার এর পরিবারের স্ত্রী ছেলে-মেয়ে ও বৃদ্ধা মা অসহায় হয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বাপি লোহার ঘরে ফিরবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct