মুহাম্মদ জাকারিয়া, ডালখোলা, আপনজন: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ডালখোলা পৌরসভায় এই প্রথম শুরু হল পাইপ লাইন গ্যাস কানেকশন এর পরিষেবা। মঙ্গলবার এ বিষয়ে এক সভার আয়োজন করা হয় মঙ্গলবার ডালখোলা পৌরসভায়। সেপ্টেম্বর-২০২৪ শেষ হওয়ার আগে পাইপযুক্ত গ্যাস সরবরাহ শুরু করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সকল কাজ এলাকায় পুরোদমে চলছে। কর্পোরেশনের চলমান অফার অনুযায়ী, ডালখোলা পৌর এলাকার আওতাধীন পরিবারের জন্য পিএনজি সংযোগের জন্য নিবন্ধন নির্দিষ্ট রেজিস্ট্রেশন কিয়স্কে নামমাত্র মূল্যে করা যেতে পারে, শুধুমাত্র ৩৫৪ টাকার বিনিময়ে। পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) হল আজকাল পছন্দের জ্বালানি। কারণ এটির একাধিক সুবিধা রয়েছে৷ সরকার প্রাকৃতিক গ্যাসের প্রচারও করছে যাতে দেশকে স্বাবলম্বী করা যায় এবং পেট্রোলিয়াম পণ্যের আমদানি কমানো যায়। এটির সবচেয়ে বড়ো সুবিধা হলো পিএনজি বাতাসের চেয়ে হালকা তাই কোনো ফুটো হলে, এটি উপরে যায় এবং সহজেই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাই আগুন এবং বিস্ফোরণের সম্ভাবনা বিরল। এটি এলপিজি এবং অন্যান্য জ্বালানী উত্সের তুলনায় দক্ষ এবং সস্তা জ্বালানী। ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার এ বিষয়ে জানান, উত্তরবঙ্গের মধ্যে ডালখোলাই প্রথম এ পরিষেবা গ্রহণ করছে। তাই যথেষ্টই ভালো লাগছে। ভোক্তা সকল সুবিধা নিজের বাড়ি বসেই পেয়ে যাবেন। হিন্দুস্থান পেট্রোলিয়াম এর দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারের ইনচার্জ তারানয়া দুবরু বলেন, ডালখোলা পৌরসভা থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct