সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত রামডাঙ্গা গ্রামে এক ব্যক্তি তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন পূর্ব বর্ধমান জেলার এক পাত্রের সাথে। মঙ্গলবার রাত্রে পাত্রপক্ষ বরযাত্রী সহ কনে পক্ষের বাড়িতে এসে হাজির হয়। খাওয়া সহ বিয়ের সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে নাবালিকার বিয়ের খবর পৌছতে তড়িঘড়ি নাবালিকার বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হন।প্রশাসনের পক্ষ থেকে সেই বিয়ে আটকানোও হয়। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ও চন্দ্রপুর থানার ওসি নুপুর শর্মা নাবালিকা ওই পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছে সেই বিয়ে আটকান। তারা ওই নাবালিকার বয়সের সার্টিফিকেট দেখে যাচাই করেন। সেক্ষেত্রে দেখেন যে পাত্রী এখনও নাবালিকা। সুতরাং এখন তার বিয়ে দেওয়া যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।সেই সাথে পাত্রীর অভিভাবক কে তারা বিষয়টি জানিয়ে দিয়ে বিয়ে বন্ধ করতে বলেন এবং নাবালিকা ওই পাত্রীর অভিভাবকের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।আঠারো বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে পাত্রীপক্ষ অঙ্গীকারবদ্ধ হয় বলে স্থানীয় সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct