নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকার এক সংবাদ বিষয়ক মামলা।এদিন মামলাকারী সাংবাদিক মোল্লা জসিমউদ্দিনের আইনজীবী বৈদূর্য ঘোষাল বলেন, ‘প্রকাশিত খবর নিয়ে এফআইআর খারিজের মামলায় রাজ্যের কোন রিপোর্ট জমা পড়েনি। আগামী মে মাস অবধি সাংবাদিককে আইনী রক্ষাকবচ দেওয়া হয়েছে।’ পরবর্তী শুনানি মে মাসে রয়েছে। প্রসঙ্গত, এর আগেও কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই মামলা উঠলেও রাজ্য কোন রিপোর্ট দেয়নি। এক বছরের সময়কালে কলকাতা হাইকোর্ট এই মামলায় রাজ্যের কাছে দু-দুবার রিপোর্ট চাইলেও কেন জমা দিচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে পূর্বস্থলী থানা এলাকায় এক খবর সংক্রান্ত মামলা। এক ওয়েব পোর্টালের সম্পাদক জসিমউদ্দিন মামলা খারিজের আবেদন জানিয়ে এই মামলাটি করেন। কলকাতা হাইকোর্ট মামলা খারিজের আবেদন গ্রহণ করে। রাজ্যের কাছে ওই মামলার যাবতীয় তথ্য কলকাতা হাইকোর্ট গত ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট আকারে তলব করেছিল। সেইসাথে ওই ওয়েব পোর্টাল সম্পাদককে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে’। মামলাকারী দাখিল মামলায় প্রশ্ন তুলে জানিয়েছেন প্রকাশিত খবর সত্য না মিথ্যা? সেটি নির্ণয় করবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct