আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হেডলি মেডেল জিতেছেন রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারই এখন বর্ষসেরা হওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আর মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। এ ছাড়া টেস্টে কেইন উইলিয়ামসন, ওয়ানডেতে ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনার জিতেছেন বর্ষসেরার পুরস্কার।আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।রবীন্দ্র নিউজিল্যান্ডের জার্সি প্রথম গায়ে তোলেন ২০২১ সালের নভেম্বরে। তবে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়েন ২০২৩ সালে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি, দুটি ফিফটিসহ করেন ৫৭৮ রান, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারিতে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন রবীন্দ্র।সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ছন্দে ছিলেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে নিজের প্রথম সেঞ্চুরিটি টেনে নেন ২৪০ রান পর্যন্ত, যা নিউজিল্যান্ডের কারও প্রথম সেঞ্চুরির সর্বোচ্চ রান।মেয়েদের ক্রিকেটে কার সেরা হয়েছেন সীমিত ওভার ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্ষসেরার ডেবি হকলি মেডেলের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। লেগ স্পিনিং অলরাউন্ডার কার ব্যাট হাতে ওয়ানডেতে দলগত সর্বোচ্চ ৫৪১ রান, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫২ রান করেন।ছেলেদের ক্রিকেটে টেস্টের বর্ষসেরা হওয়া উইলিয়ামসন পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৬ টেস্টে ৫৬ গড়ে ৬১৯ রান করেছেন, যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি। এ সময়ে দ্রুততম ৩২ সেঞ্চুরির মাইলফলকেও পৌঁছান এই সাবেক অধিনায়ক। ওয়ানডেতে বর্ষসেরা হওয়া মিচেল বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি, ফিফটিসহ করেন ৫৫২ রান। আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা হয়েছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।অন্যদের মধ্যে গার্ডনার হোমস আম্পায়ার অব দ্য ইয়ার হয়েছেন ব্রাউন, যিনি নিউজিল্যান্ডের প্রথম আম্পায়ার হিসেবে ৫০ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিংয়ের মাইলফলক স্পর্শ করেছেন। এ ছাড়া প্রশাসক হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতি পেয়েছেন ট্রুডি অ্যান্ডারসন।কেন্টারবুরি ক্রিকেটের পরিচালনার দায়িত্বে থাকা অ্যান্ডারসন ২০১৫ আইসিসি বিশ্বকাপ, ২০২২ আইসিসি নারী বিশ্বকাপ এবং ২০১০ ও ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড ২০২৪
স্যার রিচার্ড হ্যাডলি মেডেল: রাচিন রবীন্দ্র
ডেবি হকলি মেডেল: অ্যামেলিয়া কার
বর্ষসেরা টেস্ট খেলোয়াড়: কেইন উইলিয়ামসন
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়: ড্যারিল মিচেল
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়: মিচেল স্যান্টনার
বর্ষসেরা আম্পায়ার: ক্রিস ব্রাউন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct