আপনজন ডেস্ক: মহারাষ্ট্র মন্ত্রিসভা আহমেদনগর জেলার নাম পরিবর্তন করে অহল্যা নগর করার সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্যের তৃতীয় জেলা হিসাবে নাম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত অন্যান্য পরিকল্পনার মধ্যে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আহমেদনগর শহরের নাম পরিবর্তন করে ‘পুণ্যশ্লোক অহল্যা দেবী নগর’ করার অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর নাম বদলের কথা ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ২০২৩ সালের মে মাসে আহমেদনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছিলেন, আহমেদনগরের নাম বদলে অহল্যা নগর করা হবে। অহল্যা নগর মারাঠা সাম্রাজ্যের রানী অহল্যাবাঈ হোলকারকে সম্মান জানাবে, যিনি আহমেদনগর জেলার চোন্ডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অষ্টাদশ শতকের রানির ২৯৮তম জন্মবার্ষিকীতে শিন্ডে এই ঘোষণা করেছিলেন, যা অহল্যাবাঈ হোলকার জয়ন্তী হিসাবেও পালন করা হয়। রাজ্য সরকার এর আগেও ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করেছিল।গত বছরের সেপ্টেম্বরে মহারাষ্ট্র সরকার ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ রাজস্ব বিভাগের নাম পরিবর্তন করে যথাক্রমে ছত্রপতি সম্ভাজিনগর এবং ধারাশিব রাজস্ব বিভাগের নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি করে।তাঁর দলের সহকর্মী একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে পদত্যাগের ঠিক একদিন আগে ২০২২ সালের ২৯ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই বিভাগগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘটনাটি শেষ পর্যন্ত কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার সমন্বয়ে গঠিত মহা বিকাশ আঘাদি (এমভিএ) সরকারকে ক্ষমতাচ্যুত করে।পরের দিন দায়িত্ব গ্রহণের পরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে এবং তাঁর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঠাকরের নেতৃত্বাধীন প্রশাসনের নামকরণের সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে অবৈধ বলে মনে করেন কারণ রাজ্যপাল রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চেয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct