আপনজন ডেস্ক: বর্তমান ইঁদুর দৌড়ের জীবনে সবকিছু সময়ের মধ্যে শেষ করতে হয়। তার জন্য প্রয়োজন পড়ে হাতে ঘড়ি। বেশিরভাগ মানুষ ঘড়ি পড়েন প্রয়োজনে। অনেকে আবার ঘড়ি পরতে ভালোবাসেন। সেই কারণে অনেকে এই ঘড়ি কিনতে মোটা অর্থ খচর করে থাকেন। শখ পূরণ করতে বেশি অর্থ তো খরচ করতে হয়। কিছু কিছূ মানুষ আবার শখ মেটাতে গিয়ে বিপুল অঙ্কের টাকা খরচ করে ফেলেন। ঠিক তেমনই একটা ঘড়ি সম্প্রতি নিলামে উঠেছে বিপুল অর্থে। এটি পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি। এই ঘড়িটির মূল্য ৬০৩ কোটি টাকারও বেশি। সম্প্রতি এক নিলামে ‘প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম রেফারেন্স ৬৩০০এ-০১০' ঘড়িটির বিপুল দাম ওঠে। এর আগে ২০১৯ সালে সুইস কোম্পানি এই প্যাটেক ফিলিপের ঘড়িটি বিশ্বের সবচেয়ে বেশি দামি ঘড়ির তকমা পেয়েছিল। এটির গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন নামের (৪৫৬ কোটি টাকা) ঘড়িকেও হার মানায়। এই ঘড়িটি একবার নিশ্চিত ছুঁয়ে দেখতে চাইবে আপনার মন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct