নিজস্ব প্রতিবেদক, বর্ধমান, আপনজন: বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের বর্ধমান জেলা শাখার প্রথম শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবে। কনভেনশনে মূল বিষয় ছিল ‘জাতির ভবিষৎ পন্থা নির্ণয়ে ও সম্প্রীতি, সংহতি রক্ষায় শিক্ষক সমাজের ভূমিকা। “ধর্ম যার যার, দেশ সবার” বার্তাই উঠে আসে কনভেনশনে। সম্প্রীতির বাংলায় শিক্ষার দ্বার উন্মুক্ত সকলের জন্য। অনুঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল, রাজ্য সম্পাদক মীর রবিউল ইসলাম, কোষাধক্ষ কাইসার রশিদ। অবসরপ্রাপ্ত সংসদ ও অধ্যাপক সাইদুল হক তাঁর বক্তব্যে মাদ্রাসা সার্ভিসে কমিশন ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা টিকে থাকায় ফোরামের ভূমিকা উল্লেখ করেন। জেলার বিভিন্ন মাদ্রাসায় পি পি ও তৈরির ক্ষেত্রে এবং আইসিটিদের বকেয়া বেতন মেটানো ও স্থায়ীকরণের দাবি তোলেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি নাজিবুর রহমান। ইসরারুল হক মাদ্রাসায় পিতৃত্বকালীন ছুটি অবিলম্বে জারি করার দাবি তোলেন। এদিন প্রায় ৩৫০ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct