সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সিপিআইএম এর শাখা সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে সোমবার রাজনগর ব্লকের তাঁতীপাড়া এবং গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েতে পৃথক পৃথক ভাবে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রদান করতে হবে। প্রকৃত শ্রমিকদের জব কার্ড চালু করতে হবে। পানীয় জলের সমস্যা মেটাতে হবে এরূপ সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান। সংগঠনের নেতাকর্মীরা আজ এই দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষে তাঁতীপাড়া পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক কমিটির সভাপতি উত্তম মিস্ত্রি, লক্ষিরাম হেমরম, কৃষ্ণ গোপাল দাস। এছাড়া গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদক বিশ্বনাথ মাল, বিশ্বেশ্বর মুর্মু সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct