আপনজন ডেস্ক: এবার রাশিয়াকে জব্দ করতে তাদের শত্রু ইউক্রেনের জন্য আবারও বিপুল পরিমাণ সামরিক সাহায্য প্যাকেজ ঘোষণা করল আমেরিকা।প্যাকেজের পরিমাণ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বরের পর এই প্রথম প্যাকেজ ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে। এই প্যাকেজে আর্টিলারি আর হিমারস রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ থাকবে, যা ইউক্রেনের ফ্রন্ট লাইনে জরুরি প্রয়োজন। হোয়াইট হাউসে ঘোষণার আগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, কয়েক মাস ধরে, কয়েকটি ক্রয় চুক্তি নিয়ে দরকষাকষি করে সেনাবাহিনী বাজেটে বরাদ্দ দামের চেয়ে আরও কম দামে বেশ কিছু জিনিস কিনতে পেরেছে, ফলে সাশ্রয় হয়েছে। এটা অ্যাডহক বা এককালীন ব্যাপার। আমরা জানি না ভবিষ্যতে কখন বা আদৌ আর কোনো সাশ্রয় হবে কিনা এবং আমরা নিশ্চয়ই এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে পারব না। ২৫ মিমি কামানের গোলার দাম প্রাথমিকভাবে ১৩০ ডলার ধরা হয়েছিল। কিন্তু দরকষাকষি করে সেটা কমিয়ে ৯৩ ডলার করা সম্ভব হয়। বেঁচে যাওয়া অর্থ তখন ইউক্রেনের জন্য আমেরিকান সাহায্যের তহবিলে রাখা হয়। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়া আগেও কয়েকবার হয়েছে কিন্তু তখন তহবিলে টাকা ছিল, তাই সেটা খরচ করার মতো কিছু ছিল না। নতুন এই সাহায্য প্যাকেজ তৈরি করা হয়েছে যখন পেন্টাগন নিজেই এক হাজার কোটি ডলারের ঘাটতির মুখে। ইউক্রেনকে ইতোমধ্যে যে অস্ত্র আমেরিকার নিজস্ব ভাণ্ডার থেকে দেওয়া হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জন্য পুনরায় সংগ্রহ করার জন্য এই অর্থ প্রয়োজন। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘাটতি মেটাতে তাদের কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct