নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন:মঙ্গলবার নিমতৌড়িতে একটি সভায় সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য সূর্য মিশ্র বলেন সারা দেশে বিজেপি ও এরাজ্যে তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমস্ত দলের কাছে সিপিআই(এম) এর পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে এই দুই দলের বিরোধী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হলে পরাস্ত করা যাবে বিজেপি ও তৃণমূলকে।” সিপিআই(এম) কর্মীদের নিয়ে সভা হয় নিমতৌড়ি স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে। এই সভায় বক্তব্য রাখেন সূর্য মিশ্র,সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস। সভাপতিত্ব করেন ইব্রাহিম আলি। সভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্য মিশ্র বলেন “বামপন্থীরা মুখের রাজনীতি করে না। তাই কে প্রার্থী হবেন সেটা আগে থেকে জেনে ভেবে নির্বাচনে লড়াই করেনা। বামপন্থীরা বিকল্প নীতির কথা বলে। তাই প্রার্থী যেই হোক মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিকল্প নীতির লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হল বিজেপি ও তৃণমূল এই দুই দলকেই পরাস্ত করতে হবে। সভায় সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল বিজেপি দুই দল মিলে রাজ্যকে সর্বনাশ করছে। সংবিধান প্রদত্ত অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের পরিবর্তে উন্নয়ন হচ্ছে পঞ্চায়েত প্রধান, বিধায়কদের। কে তৃণমূল কে বিজেপি এটা বুঝতে পারা যাচ্ছে না। আজ যে তৃণমূলে কালকে সে বিজেপিতে। মানুষের বেঁচে থাকার একমাত্র গ্যারান্টি বামপন্থীরাই। গ্রামের রাস্তাঘাট,বিদ্যুৎ সব দিক থেকেই উন্নয়ন হয়েছে বামফ্রন্ট,নিরঞ্জন সিহি বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে দুর্বৃত্তায়ন হয়েছিল। সন্ত্রাসের মাস্টার মাইন্ড শুভেন্দু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct