মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের অন্যতম স্কুল তালিত গৌড়েশ্বর উচ্চবিদ্যালয় । প্রায় হাজারের কাছাকাছি ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করে।বেশির ভাগ ছাত্র ছাত্রী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণীর । একসঙ্গে বহু ছাত্র-ছাত্রী মিড ডে মিল খেতে খুবই অসুবিধায় পড়তো। পশ্চিমবঙ্গের সরকারের সাহায্যে সহযোগিতায় তৈরি হয়েছে মিড ডে মিলের কিচেন কাম ডাইনিং হল ।আর এই মিড ডে মিলের কিচেন কাম ডাইনিং হল ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় নিখিল কুমার খাঁ বলেন- আমাদের বিদ্যালয়ের কিচেন কাম ডাইনিং হলটির পুনঃনির্মাণ করতে খরচ হয়েছে সাড়ে ৮ লক্ষ টাকা এবং তিন লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে ৩০ টি ডাইনিং টেবিল এবং ৬০ টি ডাইনিং বেঞ্চ।
এতদিন আমাদের ছেলেমেয়েরা মেঝেতে বসে জুতো পরেই মিড ডে মিল খেত। যেটা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই ডাইনিং টেবিল এবং বেঞ্চগুলি তৈরি হয়ে গেলেই একসঙ্গে ৩০০ জন ছেলে মেয়ে টেবিলে বসে মিড ডে মিল খেতে পারবে। আজকের এই ভার্চুয়াল সভায় হাজির ছিলেন বর্ধমান ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় রজনীশ কুমার যাদব, জয়েন্ট বিডিও সন্দীপ কুমার চন্দ ,বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া দুর্গা রাজ মল্ল, বাঘার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শেখ রহমত হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct