নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষকদের স্থায়ীকরণ, বেতন কাঠামো নির্ধারণের দাবিতে করুণাময়ী সল্টলেক বাসস্ট্যান্ড থেকে আজ বিকাশ ভবনের দিকে মিছিল যেতেই সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল পুলিশ ১৪৪ ধারা দেখিয়ে আটকায় । পুলিশের বাধা পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সল্টলেক করুণাময়ীতে রাস্তার ধারে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। আধঘন্টা বিক্ষোভ চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলকে বিকাশ ভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ । সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ অর্জুন সেনগুপ্ত, অভিজিৎ রায় এবং সৌরভ সর। সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা এবং শিক্ষামন্ত্রীর উপ সচিবের সাথে বৈঠক করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। মূলত সরকারী ও সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদানকারী অস্থায়ী শিক্ষকরা বিগত ১১ বছর ধরে অনিয়মিত বেতন পাচ্ছেন, স্থায়ী বিষয়ে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে, সরকারী বিদ্যালয়গুলিতে ল্যাবের পরিকাঠামো এবং পাঠ্য পুস্তক ছাড়াই এই বৃত্তিমূলক শিক্ষা চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন “স্কুল শিক্ষায় প্রাইভেট এজেন্সী সরিয়ে সরকারী শিক্ষা ব্যবস্থা ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনকে সরাসরি সরকার দ্বারা পরিচালনা এবং এই শিক্ষাদানকারী কর্মরত শিক্ষকদের স্থায়ীকরণ, বেতন কাঠামো নির্ধারণ এবং সরকারী নিয়ম অনুযায়ী শিক্ষিকাদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে সদর্থক আলোচনা হল। আশা রাখছি সমাধানের জন্য রাজ্য সরকার এবং তার দপ্তর উদ্যোগী হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct