সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: ভোটদানে আগ্রহ বাড়াতে ‘সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন’ অর্থাৎ (এসভিইইপি) প্রকল্পে নানা কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এই প্রকল্পেই ভোটদানে যাতে সাধারণ মানুষের পাশাপাশি প্রথম ভোট দিতে যাওয়া সাধারণ ছাত্র-ছাত্রীরা ভোটদানের গুরুত্ব বোঝেন,তাই শিবির করার সিদ্ধান্ত হয়েছে নানা কলেজে। মঙ্গলবার উলুবেড়িয়া-১নং ব্লকের বীরশিবপুরের একটি বেসরকারি কলেজে এমন শিবির হয়।যেখানে ভোটদানের প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। ব্লক প্রশাসনের এক কর্তা বলেন,” শিবিরে কলেজ পড়ুয়াদের ভোট নিয়ে যা উৎসাহ ছিল, তা দেখে আমরা খুশি।” আর এক অফিসারের বক্তব্য,”কোন কোন ভোটার অবশ্য ‘নোটা’ নিয়ে জানতে চাইছেন।তার মানে এই নয় যে,তাতেই ভোট দেবেন, তা কিন্ত নয়! ভোটের হার বাড়লেই আমাদের চেষ্টা যথেষ্টই সফল হবে। ”বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, “একশো শতাংশ ভোটদান নিশ্চিত করাই এ বার লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে ইভিএম নিয়ে কলেজগুলিতে যাওয়া হচ্ছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct