আপনজন ডেস্ক: রাশিয়ার একাধিক শহরে অন্তত ২৫টি ড্রোন এবং নয়টি রকেট হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার কস্তোভো এবং ওরিওল শহরের পৃথক দুটি জ্বালানি ডিপোতে ব্যপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নররা।
মঙ্গলবার (১২ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- রুশ বাহিনী মস্কো, লেনিনগ্রাদ, বেলগোরড, কুরস্ক, ব্রায়ানস্ক, তুলা এবং ওরিওলসহ রাশিয়ান অঞ্চলে ২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
নোভগোরোড অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে কস্তোভোর কিরিশি শহরের উপকণ্ঠে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম লুকোইলস নরসি তেল শোধনাগারে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে শোধনাগারে ব্যাপক আগুন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নরসি শোধনাগারের একটি ছবি পোস্ট করে তিনি বলেন, জরুরি পরিষেবাগুলো সেখানে আগুন নেভানোর জন্য কাজ করছে। এর আগে ওরিওলে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আরো একটি ড্রোন পৃথক একটি জ্বালানি ডিপোতে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর আন্দ্রে ক্লিচকভ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একটি জ্বালানি এবং শক্তি কমপ্লেক্স সুবিধায় আক্রমণ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct