সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গরিব ঘরহারা মানুষদের জন্য কেন্দ্রীয় আবাস যোজনা রয়েছে। কিন্তু সেই প্রকল্পে স্থান হয় ভবঘুরদেরে। কারণ, তাদের নির্দিষ্ট কোন জায়গা নেই। এবার তাদের স্থায়ী বাসস্থানের জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এলাকাকার ভবঘুরেদের জন্য উত্তরণ নামের আবাসন তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ পৌর এলাকায়। মুর্শিদাবাদ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নসিপুর রাজবাটি এলাকায় এই ভবঘুরে আবাসনের নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই আবাসন উদ্বোধন করা হয়। মূলত যে সমস্ত বয়স্ক মানুষজন ফুটপাতে রাত কাটান, তাদের জন্য এই আবাসন তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, লালবাগের মহকুমা শাসক ডঃ বনমালী রায়, মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার দেবব্রত রায়, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, পৌরসভার অন্যান্য কাউন্সিলররা।
মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর বলেন, ‘পৌর এলাকার ভবঘুরে মানুষদের জন্য এই আবাসন তৈরি করা হয়েছে। শিলান্যাসের পর কিছু একটা রাজনৈতিক কারণে কাজ আটকে গেছিলো, কয়েকমাস আগে আবারো তা শুরু হয় এবং শেষমেষ মঙ্গলবার উদ্বোধন করা হলো এই আবাসন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct