আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বিভিন্ন নতুন ও নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালানোর পর এবার সামরিক রোবটের পরীক্ষা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের পরীক্ষিত রোবটগুলির মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের তৈরি ভিশন ৬০ রোবোটিক কুকুর।সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিজেদের সামরিক প্রযুক্তি বাড়ানোর জন্য গাজায় সক্রিয়ভাবে রোবট ব্যবহার করছে।এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ফিলিস্তিনি ছিটমহল গাজায় সামরিক অভিযান চালানোর সময় ইসরায়েলি দখলদার সেনাবাহিনী ভিশন ৬০ রোবট কুকুর ছাড়াও রুস্টার মিনি-রোবট এবং মনুষ্যবিহীন ডি৯ বুলডোজারের পরীক্ষাও চালিয়েছে।
আরটি আরো জানায়, এটি প্রথমবার নয় যে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানে রোবট ব্যবহার করেছে, তবে গাজা তাদের রাস্তার যুদ্ধ এবং টানেল পুনরুদ্ধার অভিযানকে নিয়ন্ত্রণের অভিজ্ঞতা দিয়েছে।রোবট দ্বারা সঞ্চালিত রুটিন কার্যক্রমের মধ্যে রয়েছে ভবন এবং টানেলের নজরদারি, সেইসাথে ইসরায়েলি বাহিনীর আগমনের আগে ভূখণ্ড পরিদর্শন ইত্যাদি।ইসরায়েলি সামরিক বাহিনী আগে যুদ্ধ বা সামরিক অভিযানে সংযুক্ত ক্যামেরাসহ কুকুর ব্যবহার করত। তবে, সংঘর্ষে এরইমধ্যে অনেক প্রাণী আহত হয়েছে।প্রকৃত কুকুর ব্যবহারের চেয়ে রোবট কুকুর ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে, কারণ তাদের আশেপাশের পরিস্থিতি রেকর্ড করার জন্য একটি স্থিতিশীল ব্যবস্থা দেওয়া আছে।তবে এই প্রযুক্তির অসুবিধাও রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, এর উচ্চমূল্য, ৫০ কেজির বেশি ওজন, অপারেশন সময় মাত্র ৩ ঘন্টা এবং সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা ১০ কিলোমিটার।মার্কিন প্রতিষ্ঠান গোস্ট রোবোটিক্সের তৈরি করা একটি ভিশন ৬০ রোবট কুকুরের দাম প্রায় এক লাখ ৬৫ হাজার ডলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct