রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: খড়গ্রামের ইন্দ্রানীতে তুলি হাতে দেওয়াল লিখলেন খলিলুর রহমান।গতকালের জনগর্জন সভা থেকে পুনরায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসাবে খলিলুর রহমানের নাম ঘোষণা করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। নাম ঘোষণা হতেই উন্মাদনা খড়গ্রাম ব্লকের তৃণমূল কর্মীদের। কোলকাতা থেকে ফিরেই খড়গ্রামে আসেন খলিলুর রহমান। তাকে ফুলের মালা পরিয়ে ও মিস্টি মুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় খড়গ্রাম ব্লক তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের দুই সভাপতি হুমায়ুন কবীর ও শাশ্বত মুখার্জী সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা । খড়গ্রামে এসেই ইন্দ্রানী অঞ্চলে নিজের হাতে তুলি ধরে দেওয়াল লিখলেন সাংসদ খলিলুর রহমান। পুনরায় প্রার্থী হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রথম প্রতিক্রিয়া জানালেন খলিলুর রহমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct