নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পেমা ভক্তিপুর হাই মাদ্রাসা থেকে রবিবার রাতে মাদ্রাসার বাইরে থাকা চারটি ক্লোজ সার্কিট ক্যামেরা চুরি গেল।চুরি যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ক্যামেরায় দুই চোরের ছবি ধরা পড়েছে। এ ব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেমা ভক্তিপুর এলাকায়।হাই মাদ্রাসা সূত্রে জানা যায়,গত ফেব্রুয়ারি মাসেও এই মাদ্রাসা থেকে আরও দুটি সিসি ক্যামেরা চুরি গিয়েছিল।লকডাউন এর সময় বিদ্যালয় বন্ধ থাকা অবস্থাতেও বেশ কয়েকবার চুরি হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এই ঘটনার পিছনে এলাকার একটি দুষ্কৃতী দলের হাত রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ সিংহ রায় বলেন,’এর আগেও এই মাদ্রাসায় একাধিক সিসি ক্যামেরা চুরি হয়েছে।রবিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বিদ্যালয়ের বাইরের গেটের দিকে চারটি সিসি ক্যামেরা চোর খুলে নিয়ে গেছে।ক্যামেরার কেবল গুলো এমন ভাবে কেটে দেওয়া হয়েছে যেটা আর ব্যবহার করা যাবে না।আমাদের মাদ্রাসায় রাত প্রহরীর ব্যবস্থা নেই বলেই আমরা গোটা মাদ্রাসা জুড়ে সিসি ক্যামেরা লাগিয়েছি।কিন্তু এলাকার একটি বিশেষ দুষ্কৃতী দল দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে।আমরা এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।আশা করছি পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct