আপনজন ডেস্ক: লা লিগায় শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। সেলতা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা জিরোনার চেয়ে এগিয়ে গেছে সাত পয়েন্টে। আর তিনে থাকা বার্সেলোনার চেয়ে এগিয়ে আট পয়েন্টে। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৯, জিরোনার ৬২ এবং বার্সার ৬১।সান্তিয়াগো বার্নাব্যুতে আরেকবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২১ মিনিটে এই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় রিয়াল। লিগে এটি তাঁর ১৯ ম্যাচে দশম গোল। প্রথমার্ধে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারছিল না কার্লো আনচেলোত্তির শিষ্যরা। অবশেষে পর পর দুটি আত্মঘাতী গোল রিয়ালকে আরো এগিয়ে গেয়। ৭৯ মিনিটে ভিসেন্তে গুয়াইতা এবং ৮৮ মিনিটে কার্লো ডোমিঙ্গুয়েজ নিজেদের জালেই বল পাঠান। এরপর যোগ করা সময়ে দারুণ ফিনিশিংয়ে চতুর্থ গোলটি এনে দেন আর্দা গুলার। এই জয়ে লিগে ২২ ম্যাচ অপরাজিত থাকল রিয়াল। বড় জয়ে খুশি রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি,’আমরা ভালো শুরু করেছি, সেট পিসের সুবিধা নিয়ে এগিয়ে গিয়েছি এবং ভালো ম্যাচ খেলেছি। আমরা খুশি, সামনে তাকিয়ে আছি এবং অনুপ্রেরণা কাজ করছে দলের মধ্যে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় এখন। রিয়াল মাদ্রিদে ড্র করা মানে সংকটের দিকে আগানো।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct