২০২৪-এর লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে পশ্চিমবাংলায়। সেই সব প্রার্থীদের নিয়ে এখন জনমানসে শুরু হয়েছে আলোচনা। তাই রাজ্যের ৪২টি আসনের মধ্যে মূলত নজরকাড়া প্রার্থীদের পরিচিতি মানুষের কাছে তুলে ধরা শুরু করেছে ‘আপনজন’। লিখেছেন এম মেহেদী সানি।
প্রার্থী পরিচয় পরিচিতি: ১৯৬৪ সালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের অন্তর্গত ছোট জাগুলিয়ার বাহেড়া শহরে জন্মগ্রহণ করেন । শেখ তফসের আলী ও নুরজাহান বিবির ১০ জন সন্তানের মধ্যে হাজী নুরুল একজন । পত্নীর নাম রাসিদা বেগম, শেখ নুরুল ইসলামের ৪ জন পুত্র সন্তান রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা: আলিম (মাধ্যমিক সমতুল্য) খোরকি সিনিয়র মাদ্রাসা
রাজনৈতিক অভিজ্ঞতা: ১৯৭৮ সালে জাতীয় কংগ্রেস দলে ছাত্র অবস্থায় রাজনীতির আঙিনায় হাতে খড়ি । ১৯৯৪ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লড়াই আন্দোলনে সাক্ষী হাজী নুরুল । ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসে, সে বারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, ২০০৩ সালের নির্বাচনে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন । ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। রাজনৈতিক জীবনের উত্থানে কখনো পরাজয় বরণ করেননি হাজী নুরুল ইসলাম । এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল, জঙ্গিপুরের প্রার্থী হিসেবে মনোনীত করেন হাজী নুরুল কে, সে বার তিনি পরাজয় বরণ করেন । তারপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের টিকিটে পুনরায় জয়লাভ করেন । ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ফের তাকে মনোনীত করেছেন । এর পাশাপাশি বিভিন্ন সময়ে দু’বার রাজ্য হজ কমিটির চেয়ারম্যান, তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি, চেয়ারম্যান থেকে শুরু করে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান এবং বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বহাল আছেন ।
কি ভাবে ভোট প্রচার: দলীয় নির্দেশ অনুযায়ী ভোট প্রচার করতে চান হাজী নুরুল, বুধবার সন্দেশখালিতে সভা করে ভোট প্রচার শুরু করবেন তিনি । দৈনিক রুটিনে থাকবে, ডোর-টু-ডোর, জনসংযোগ, পথসভা ।
প্রতিশ্রুতি: হাজী নুরুল ইসলামের কথায়, মানবিক রাজ্য সরকারের উদ্যোগে বসিরহাটে বিপুল উন্নয়ন হয়েছে তারপরেও শিক্ষা, স্বাস্থ্য, হাসপাতাল, পানীয় জল, রাস্তা ঘাট, জল নিকাশি ব্যবস্থা, আলো, এলাকার সৌন্দর্যায়ন, পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন করার পাশাপাশি, নারী সুরক্ষায় বিশেষ নজর থাকবে বলে জানান ।
জনগণের প্রতি বার্তা: বসিরহাট বাসীর কাছে অসমাপ্ত কাজগুলি পূরণ করার সুযোগ চেয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হাজী নুরুল । সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান, সে সময় রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের উদাহরণ তুলে ধরে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার অনুরোধ করেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct