আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, রমজান মাস শুরুর আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হতে পারে। এটা একধরনের প্ররোচনা। ঠিক তার পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন ইতিমধ্যেই সোমবার থেকেই বাস্তবায়িত হচ্ছে দেশজুড়ে। কারণ, তা সরকারি গেজেট আকারে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি বাংলায় অনুমোদিত হবে না। এটা মধ্যরাতের স্বাধীনতা নয়। ভোটের আগে বিজেপির এই আইওয়াশ। কেন তারা চার বছর অপেক্ষা করল? নরেন্দ্র মোদী সরকার দেশে সিএএ লাগু করতে পারে বলে গুঞ্জনের মধ্যেই সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, আমরা এখনো বিজ্ঞপ্তি হাতে পাইনি। তারা যে নিয়ম তৈরি করেছে তা আমি দেখতে চাই। তিনি আরও বলেন, তিনি কোনও বাসিন্দাকে তার অধিকার থেকে বঞ্চিত হতে দেবেন না। যদি সিএএ, এনআরসি লাগু হয় এবং কারও নাগরিকত্ব বাতিল করা হয় তবে আমরা চুপ করে থাকব না, আমরা প্রতিবাদ করব। এনআরসি নেই। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। কারোর অধিকার হরণ হতে দেব না। আমরা বৈষম্য হতে দেব না। দু’দিনে কাউকে নাগরিকত্ব দেওয়া যাবে না। পুরো আইন দেখার অপেক্ষায় আছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct