আপনজন ডেস্ক: আজ থেকে শুরু হল রোজা। দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ শাবান বুখারি সোমবার রুয়াত হিলাল কমিটির পক্ষ থেকে ঘোষণা করেন, বিভিন্ন মাধ্যমে রমজানের চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। তাই দিল্লি সহ দেশের সব রাজ্যে মঙ্গলবার অর্থাৎ ১২ মার্চ থেকে রমজান শুরু হবে।উল্লেখ্য, কেন্দ্রীয় ভিউয়িং হালাল কমিটির সকল সদস্য দিল্লির শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন, এরপর চাঁদ দেখার চেষ্টা করা হয়। চাঁদ দেখা না গেলে বিভিন্ন রাজ্যের রুয়াত হালাল কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। এরপর কোথাও থেকে চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেলে সেন্ট্রাল ভিউয়িং হালাল কমিটি এ বিষয়ে সভা করে এবং এরপর সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দিল্লির পাশাপাশি কলকাতার মসজিদে নাখোদা মারকাজি রুহিয়াত এ হিলাল কমিটির পক্ষে সোমবার সন্ধ্যায় এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৫ হিজরির রমজানুল মুবারক মাসের চাঁদ দেখা গিয়েছে। ইনশাআল্লাহ ১২ মার্চ থেকে রমজানুল মুবারক প্রথম দিন আরম্ভ। এই ঘোষণার পর মসজিদে মসজিদে তারাবিহর নামাজ অনুষ্ঠিত হয় সোমবার থেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct