রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: লোকসভা ভোটে বহরমপুর আসনে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে ইউসুফ পাঠানকে। এছাড়াও রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের নাম ঘোষনা করা হয়। মুর্শিদাবাদের সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল বহরমপুর লোকসাভা। বহরমপুর থেকে টানা পাঁচবারের জয়ী সাংসদ অধীর চৌধুরী। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা এ কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের অধীর। বহরমপুর থেকে টানা পাঁচ বারের সাংসদ হলেন অধীর। ২০১৪ সালে কংগ্রেসের যখন সবচেয়ে খারাপ সময়, তখনও বরহমপুরে ৩ লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদে অধীরকে হারাতে শুভেন্দু অধিকারীর উপর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু কংগ্রেস থেকে বিধায়ক ডেভিড তথা অপূর্ব সরকারকে ভাঙিয়ে এনে তাঁকে তৃণমূলের প্রার্থী করেছিলেন। কিন্তু সমস্ত শক্তি উজাড় করে দিয়েও অধীরকে হারাতে পারেননি। অধীর চৌধুরী প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে জিতে যান। অধীরের দাবি, ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে। অথচ তিনি এলাকাও চেনেন না। অধীর বলেন, “যে এলাকা ইউসুফ চেনেন না, যে এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই, যেখানকার ভাষা তিনি জানেন না সেখানে তাঁকে এনে আপনি আপনার ফায়দা লোটার চেষ্টা করছেন।”ভালো খেলোয়াড় উল্লেখ করে ইউসুফ পাঠানকে নর্দামায় নামাতে প্রার্থী করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন অধীর চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct