সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: রবিবার তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বিগ্রেড সমাবেশ থেকে লোকসভার ৪২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।যার মধ্যে হাওড়া দুটি লোকসভা আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন “উলুবেড়িয়া লোকসভা” সেই আসনে পুনঃরায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন সাজদা আহমেদ।উল্লেখ্য,২০১৮ সালে প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের মৃত্যুর পর উলুবেড়িয়া সংসদীয় আসন ধরে রাখতে, তৃণমূল সুলতান আহমেদের জায়া সাজদা-কে প্রার্থী করে।এবং তিনি নিকটতম বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ৪,৭৪,০২৩ ভোটে পরাজিত করেন।এরপর ২০১৯- এর লোকসভা নির্বাচনেও সাজদা-র ওপরই ভরসা রাখে ঘাসফুল।এবং জয়ের ব্যবধানও ছিল ২ লাখেরও বেশি। এবারেও সহজ জয়ের আশাতেই নির্বাচনের দিন গোনা শুরু ঘাসফুল শিবিরের।তবে এই লোকসভা কেন্দ্রের পরিসংখ্যান বলছে, উলুবেড়িয়া লোকসভার অধীনে ৭ টি বিধানসভা, সবকটি জেলা পরিষদের আসন,সবকটি পঞ্চায়েত সমিতি এবং হাতে গোনা দুটি অঞ্চল বাদে সবকটি গ্রাম পঞ্চায়েতও বর্তমানে ঘাসফুলের দখলে।নাম ঘোষণার পরই আবার বিভিন্ন জায়গাতেই সাজদা আহমেদ-এর সমর্থনে দেওয়াল লিখন-ও শুরু করে দিয়েছে তৃণমূল।প্রার্থী ঘোষণা প্রসঙ্গে সাজদা আহমেদ জানিয়েছেন পুনরায় আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এবং তার সাথে সাথে উলুবেড়িয়া লোকসভার আপামর জনগণের পুনরায় আশীর্বাদ ও দোয়া কামনা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct