মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অলরাউন্ডার কীর্তি আজাদ কে তৃণমূল কংগ্রেসের পার্থী করে চমক দেখালো । এর আগে বর্ধমান দুর্গাপুর আসনটি বিজেপির কাছে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া বিজেপির এমপি ছিলেন। কীর্তি আজাদ ভারতীয় দলের হয়ে সাতটি টেস্ট এবং ২৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ার। কীর্তিবর্ধন ভগৎ ঝা আজাদ বিহারের পূর্নিয়াতে জন্মগ্রহণ করেন। রাজনীতির ক্যারিয়ার হিসেবে যথেষ্ট উজ্জ্বল। ঝানু এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসে চমক দেখাবেন বলে অনেকে মনে করছেন। তার বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার যেমন সাফল্য পেয়েছে রাজনীতির ময়দানেও তিনি সফল হবেন বলে অনেকে মনে করছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কীর্তি আজাদের বিশেষ বন্ধু সেলিম আহমেদ বলেন মমতা ব্যানার্জি যোগ্য লোককে বর্ধমান দুর্গাপুর আসনের প্রার্থী করেছে। কীর্তি আজাদ কখনো হারতে শেখেননি। তিনি হারকে ঘৃণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct