সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে কয়েক দিন বাকি। তারা আগেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। রবিবার তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, বহরমপুর ও মুর্শিদাবাদ, তিনটি লোকসভা কেন্দ্রে খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান কে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার উত্তর অংশের ফারাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত, সেখানে প্রার্থী করা হয়েছে শাহনাওয়াজ আলী রাইহান কে। অর্থাৎ, মুর্শিদাবাদ জেলাজুড়ে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী মূল হাতিয়ার।জঙ্গিপুরে ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান সাংসদ নির্বাচিত হন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খানকে ২০১৯ এ প্রার্থী করে তৃণমূল। প্রায় ২ লক্ষের অধিক ভোটে কংগ্রেস প্রার্থী আবু হেনা কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন তিনি। এবারেও তাকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে হেভিওয়েট কেন্দ্র বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ক্রিকেটার ইউসুফ পাঠান কে। বহরমপুর বরাবরই অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত। ‘সেখান থেকে তৃণমূল সংখ্যালঘু ইউসুফ পাঠান কে প্রার্থী করায়, সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী।’ তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে আসতে চেয়েছিলেন অধীর, কিন্তু ৪২ কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেওয়ায় কংগ্রেস বামেদের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। মোহাম্মদ সেলিম ভগবানগোলায় জনসভার পরে সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসের সাথে আমাদের কথাবার্তা চলছে। দেখা যাক কি হয়।’ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বামেরা মোহাম্মদ সেলিমকে প্রার্থী করার চিন্তাভাবনা করেছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে কিনা, তা নিয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct