আপনজন ডেস্ক: বায়ার্ন মিউনিখের দুঃসময়েও দারুণ সুসময় পার করছেন হ্যারি কেইন। ম্যাচের পর ম্যাচ গোল করছেন আর রেকর্ড ভেঙে চলেছেন। গতকাল রাতে মাইনৎসের বিপক্ষে ৮–১ গোলে জয়ের পথে হ্যাটট্রিক করেছেন এ ইংলিশ স্ট্রাইকার। এটি ছিল বায়ার্নের জার্সিতে ৩০ ম্যাচে কেইনের চতুর্থ হ্যাটট্রিক। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমে চারটি হ্যাটট্রিক করতে পারেননি আর কোনো ফুটবলার। পাশাপাশি লিগ ম্যাচে ৮ দলের বিপক্ষে দুই বা তার বেশি গোল করেছেন কেইন। অভিষেকে যা আর কেউ করে দেখাতে পারেননি। তবে গোলবন্যা বইয়ে দিলেও, এখনই থামতে চান না কেইন। আরও রেকর্ড ভাঙার প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।গতকাল নিজের হ্যাটট্রিক ও দলের জয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও উদ্যাপন করেছেন কেইন। সেখানে এক পোস্টে লিখেছেন, ‘আরও আসছে।’ কেইনের এই বার্তাকে বায়ার্নের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির জন্য পরোক্ষ হুমকি হিসেবেও দেখছেন অনেকে। লেভার আরও একটি রেকর্ড যে এখন ভাঙার অপেক্ষায়।
বুন্দেসলিগায় এক মৌসুমে (২০২০–২১ মৌসুম) সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড এখন এ পোলিশ স্ট্রাইকারের দখলে। অন্যদিকে কেইন ২৫ ম্যাচেই করেছেন ৩০ গোল। লিগে কেইনের এখনো ৯ ম্যাচ বাকি। অর্থাৎ লেভার রেকর্ড ভাঙতে হলে কেনইকে করতে হবে ৯ ম্যাচে ১২ গোল। ৩০ বছর বয়সী এ স্ট্রাইকার যে ছন্দে এগোচ্ছেন, এ রেকর্ড ভাঙা মোটেই কঠিন নয়। কেইনের এমন রেকর্ড ভাঙা মৌসুমের পরও বায়ার্ন কি এবার লিগ শিরোপা জিততে পারবে? পয়েন্ট তালিকার দিকে তাকালে কাজটা শুধু কঠিনই নয়, অসম্ভবই মনে হবে। শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে পিছিয়ে আছে বায়ার্ন। ২৪ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৪ আর ২৫ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫৭। আজ রাতে নিজেদের ম্যাচে লেভারকুসেন জয় পেলে সেই পার্থক্য গিয়ে দাঁড়াবে ১০–এ। অর্থাৎ লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন আর বায়ার্নের হাতে নেই। শুধু লেভারকুসেনের আশ্চর্য পতনই পারে বায়ার্নকে সুযোগ তৈরি করে দিতে। তবে জার্মান রেকর্ড গড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকা দলটি আদৌ কি সে সুযোগ বায়ার্নকে দেবে? আশা অবশ্য ছাড়ছেন না বায়ার্ন মিডফিল্ডার লিওন গোরেৎসকা, ‘এটা সহজ জয় ছিল। এমন জয় আমরা এ মৌসুমে মিস করছিলাম। নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই আমাদের কর্তব্য। এখন লেভারকুসেন যদি পা ফসকায়, আমাদের সে সুযোগ নিতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct