ইসরাফিল বৈদ্য, বহরমপুর, আপনজন: ব্রিগেডে শাসকদলের ‘জনগর্জন সভা’ সফলের লক্ষ্যে মঙ্গলবার প্রয়োজনীয় প্রস্তুতি আলোচনা সারল পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের মুর্শিদাবাদ শাখা। তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত এই শিক্ষক সংগঠনের উদ্যোগে জেলা কমিটির এই প্রস্তুতি বৈঠকের পাশাপাশি সাংগঠনিক আলোচনা হয় কয়েকশো শিক্ষক শিক্ষিকা উপস্থিতিতে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঋত্বিক সদন, (তৃণমূল পার্টি অফিসের পাশে) অনুষ্ঠিত ব্রিগেডের জনগর্জন সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সামনে একেএম ফারহাদ বলেন ১০ ই মার্চ কলকাতার ব্রিগেড সমাবেশে সর্বকালের রেকর্ড করবে জনগনের উপস্থিতির নিরিখে। তিনি বলেন ভোট পাখি আসে, ভোট পাখি যায়, বাংলা নিজের মেয়েকে চায়। বিজেপি চক্রান্ত বাংলার মানুষ বুঝে গেছে। ওদের এখন পালানোর পালা,তাই যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে চায়। বাংলার প্রতি যে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মমতা -অভিষেক নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, এই মাদ্রাসা শিক্ষক সংগঠনের সদস্যরা বছরভর রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে সবধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। বছরভর দলীয় কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা যে বিচক্ষণতার সঙ্গে কর্মীদের বোঝানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী এবং পঠন পাঠনে দক্ষতার পরিচয় দিয়েছে তা এককথায় অনবদ্য। বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব জনদরদী মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মত তরুণ প্রজন্মের লড়াকু নেতৃত্ব, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সম্প্রীতির মুখ ফিরহাদ হাকিম এর মতো মানুষের জন্যই আজ তৃণমূল কংগ্রেস মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। ফারহাদ দাবি করেন, ১০ ই মার্চের ব্রিগেড সমাবেশে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য মিছিল সহযোগে ব্রিগেড ময়দানে জমায়েতের লক্ষ্যে জেলায় জেলায় প্রস্তুতি মিটিংয়ে ব্যাপক সাড়া পড়েছে। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত হাজী আনসার আলী, সভানেত্রী রাফিনা ইয়াসমিন, দেবতোষ বিশ্বাস, মনিরুদ্দিন খান, মামুন আল বিরুনি, আইনুল বারি, আমিনুল ইসলাম, জিয়াউল রহমান, হাসিবুর রহমান, আরিফ, ইকবাল, রাখি ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct