নিজস্ব প্রতিবেদক, অশোকনগর, আপনজন: আমরা শুনেছিলাম, শুঁড়ির সাক্ষী মাতাল। কিন্তু চোরের সাক্ষী বিচারপতি এই প্রথম শুনলাম। ‘চোরের সাক্ষী বিচারপতি’র নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেই কটাক্ষ করলেন অশোকনগরের মঞ্চ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম। সন্দেশখালির ঘটনার প্রতিবাদ এবং তৃণমূলকে জনবিচ্ছিন্ন করা ও বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার অশোকনগর কচুয়া মোড়ে মঙ্গলবার একটি প্রতিবাদ সভার আয়োজন করে সিপিআইএম। প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম । সঙ্গে ছিলেন সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার । এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, সবার প্রথম তারাই ঘুষকাণ্ড নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন। শুভেন্দু অধিকারী সহ কাদের কাদের ক্যামেরাতে লুকিয়ে টাকা নিতে দেখা গেছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে মোহাম্মদ সেলিম বলেন এখন একজন বিচারপতি জুটেছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলেন । অথচ তিনি বলছেন, শুভেন্দু অধিকারীকে কাগজে মোড়া কিছু নিতে দেখা গেছে। কিন্তু তার মধ্যে কাগজ আছে না টাকা আছে তা কি করে জানলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নাম উল্লেখ না করে সেলিমকে বলতে শোনা যায়, আমরা জানতাম, ‘শুঁড়ির সাক্ষী মাতাল , এখন আমরা দেখছি ‘চোরের সাক্ষী বিচারপতি’। এর পর একটি গানের লাইন তুলে মহম্মদ সেলিম বলেন, আমরা আগে জানলে তাহলে এই গান গাইতাম ‘বিচারপতি তোমার বিচার করবে যাঁরা, সেই জেগেছে জনগণ’। ঐদিন চিটফান্ড কাণ্ড সহ নারোদা ঘুষ কান্ড প্রসঙ্গ টেনে শাসক দলকে রাজনৈতিক নিশানা করেন মোহাম্মদ সেলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct