মুহাম্মদ জাকারিয়া, করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বোতলবাড়ি তে ফায়ার স্টেশনের কাজ ও ভূমি উন্নয়ন নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় মঙ্গলবার। উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল বলেন, প্রায় ৪০ লক্ষ টাকার টেন্ডার হয়েছে এই কাজের জন্য। কালভার্ট থেকে বিভিন্ন অংশ মেরামতি হবে এবং নিচু জায়গাটি পুনঃনির্মাণ হবে। সেই কাজেরই উদ্বোধন হলো আজ সকলের উপস্থিতিতে। দমকল দফতর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই কাজ শুরু হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভীন, করণদিঘী থানার আই.সি সঞ্জয় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী হাফিজুল ইকবাল সহ আরও অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct