সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার জলঙ্গী উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার বিকেলে। রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা,একশো দিনের কাজের টাকা আটকে রাখা,আবাস যোজনার বকেয়া টাকা আদায় সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আটকে রাখা এবং আগামী ১০ই মার্চ কোকাতায় ব্রিগেডে জনগর্জন সভার জন্য প্রস্তুতি সভা করলেন এদিন। মঙ্গলবার বিকেলে সাগরপাড়া ওয়াইএমএ ময়দানে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান,বিধায়ক আব্দুর রাজ্জাক, জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম,জলঙ্গী উত্তর ব্লক সভাপতি আমজাদ আলী খান,সহসভাপতি গৌতম প্রামাণিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাবুলাল মন্ডল সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাঁচ অঞ্চলের কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে দেশ থেকে উৎখাতের ডাক দেন। বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করছে বলেও জানান তৃণমূল নেতৃবৃন্দ। লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে এক হাজার করায় রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবাদে বাংলার মেয়েরা উপকৃত হচ্ছে বলে জানান সাংসদ আবু তাহের খান। বিধায়ক আব্দুর রাজ্জাক জানান,সব দলের বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে। আগামী ১০ই মার্চ ব্রিগেড এর জনগর্জন সভায় সাগরপাড়া থেকে রেকর্ড সংখ্যক লোকজন নিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct