মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পশ্চিমবঙ্গে সরকারি মাদ্রাসা সব সময় বঞ্চনার শিকার হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে তাদের শিক্ষক শিক্ষা কর্মী এমনকি প্রধান শিক্ষক বহু সরকারি মাদ্রাসায় খালি পরে থাকে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামো খাতে যে অর্থ ব্যয় করা হয় সরকারি মাদ্রাসাগুলোতে সেই পরিমাণে অর্থ মেলেনা। মাদ্রাসা শিক্ষকদের বেতন হয়নি যে বেতন হওয়া কথা ছিল মাসের শেষ দিন ।আজ ৬ তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতনের কোন খবর নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করলেও তারাও সঠিক উত্তর দিতে পারছেন না। যদিও প্রাইমারি স্কুল ,উচ্চ মাধ্যমিক অন্যান্য স্কুল গুলি শিক্ষক শিক্ষা কর্মীরা যথাযথ বেতন পেয়ে গেছেন। এই অবস্থায় মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মীরা আতঙ্কিত আছে। মাসের ৫-৬ তারিখ পেরিয়ে গেলেও বেতন না হওয়ায় এবং কি কারণে বেতন হচ্ছে না এটাকে ভাবিয়ে তুলেছে। পূর্ব বর্ধমান জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, নদীয়া জেলার মাদ্রাসা শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কেন হয় নি তা অজানা । উর্দ্ধতন কর্তৃপক্ষের বক্তব্য ফান্ড নেই।অথচ প্রাইমারি সহ সেকেন্ডারি স্কুলের শিক্ষক দের বেতন যথাসময়ে অর্থাৎ মাসের শেষ তারিখে হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ,সহ শিক্ষক ও শিক্ষা কর্মীদের দাবি সঠিক সময়ে বেতন দেওয়ার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct