সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: পোলিও না খাওয়া শিশুদের পোলিও ডোজ খাওয়াতে এবার বিশেষ বৈঠক ডাকল ব্লক প্রশাসন। উল্লেখ্য,রবিবার পালস পোলিও-র বিশেষ ক্যাম্পে উলুবেড়িয়া-১নং ব্লকের তপনা অঞ্চলের সমরুক এলাকায় পোলিও ক্যাম্পে অনেক শিশু অনুপস্থিত হওয়ায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাড়ি বাড়ি গিয়ে পোলিও ডোজের কথা বলেন। এ বিষয়ে উলুবেড়িয়া-১নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অর্পিতা রায় জানান,গতবারে আমাদের ব্লকের সমরুক গ্রামে ৬৮৯ জন শিশু পালস পোলিও ডোজ নিলেও এবারে মাত্র ৬১০ জন শিশু পালস পোলিও ডোজ নিয়েছে। যেটা আমাদের কাছে খুবই চিন্তার কারন! তবে আমরা আবার ওই গ্রামে গিয়ে না খাওয়া শিশুদের পালস পোলিও ডোজ খাওয়ানোর চেষ্টা করবো। বিএমওএইচ আরও জানান,আশা কর্মীদের অনশনের কারণে আশা কর্মীরা যেখানে কাজ করেননি, তাদের অভাব বুঝতে দেননি আমাদের ব্লকের স্বাস্থ্য কর্মীরা। এমনকি অনেক স্বাস্থ্য কর্মীর সন্তানদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি নিলেও ছুটির ফাঁকেও যেটুকু সময় পাচ্ছেন স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছেন। উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক জানান,শুধুই যে পালস পোলিও তা কিন্ত নয়!এমন অনেক শিশুই আছে যাদের কোনওরকম টিকা দেওয়া থেকে দূরে রেখেছে তাদের পরিবারের লোকজন।কারণ হিসাবে তিনি অনেকেই নানারকম কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথাই উল্লেখ করেছেন। বিডিও-র আরও সংযোজন সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিই ওই এলাকার ইমাম ও মোয়াজ্জেনদের নিয়ে বৈঠক করার। সেই মোতাবেক মঙ্গলবার উলুবেড়িয়া-১নং ব্লকের বৈঠক হলে হয় বিশেষ বৈঠক। যেখানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন ওই ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ অর্পিতা রায়,বিপিএইচএন ডাঃ সুদেষ্ণা প্রামাণিক, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপিকা রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,হাওড়া জেলা ইমাম মহম্মদ আয়ুব আলি সহ ইমাম ও মোয়াজ্জেনদের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct