আপনজন ডেস্ক: চলতি মৌসুমে রেফারিং-বিতর্ক যেন রিয়াল মাদ্রিদের পিছুই ছাড়তে চাইছে না! কখনো লা লিগায় তাদের প্রতিপক্ষ ক্লাবগুলো দাবি করছে—রিয়ালকে বাড়তি সুবিধা দিচ্ছেন রেফারিরা। কখনো আবার রিয়াল বলছে—বাজে রেফারিংয়ের শিকার হচ্ছে তারা। এবার চ্যাম্পিয়নস লিগেও রেফারি-বিতর্কের সঙ্গে জড়াল রিয়ালের নাম। যদিও এই বিতর্ক নিয়ে রিয়ালের কিছুই করার নেই। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামীকাল জার্মানির ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি পরিচালনার দায়িত্ব উয়েফা দিয়েছে রেফারি মার্কো দি বেল্লোকে। সম্প্রতি যিনি ইতালির সিরি ‘আ’তে রেফারিং থেকে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। দি বেল্লো গত শুক্রবার সিরি ‘আ’তে লাৎসিওর বিপক্ষে এসি মিলানের ১-০ গোলে জেতা ম্যাচের রেফারি ছিলেন। সেই ম্যাচে তিনি বিতর্কিতভাবে লাৎসিওর তিন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন।৫৭ মিনিটে দি বেল্লো লাল কার্ড দেখান লাৎসিওর লুকা পেল্লেগ্রিনিকে। ক্রিস্টিয়ান পুলিসিককে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দি বেল্লো লাল কার্ড দেখান অ্যাডাম মারুসিককে। খানিক পর তিনি লাল কার্ড দেখান মাত্তেও গুয়েনদোজিকে। তাঁর অপরাধ ছিল, পুলিসিক তাঁকে ফাউল করার পর তিনি পুলিসিককে মাঠে ফেলে দেন।ইতালির সংবাদমাধ্যমের খবর বলছে ওই ম্যাচের পর দি বেল্লোকে সিরি ‘আ’তে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিরে এসে তাঁকে প্রথমে সিরি ‘বি’তে রেফারিং করতে হবে। এরপরও রিয়াল-লাইপজিগ ম্যাচে তাঁকেই রেফারি হিসেবে বহাল রেখেছে উয়েফা। ম্যাচে দি বেল্লোর সহকারী রেফারি হিসেবে থাকবেন ফিলিপ্পো মেলি ও স্তেফানো আলাসিও আর ভিএআরের দায়িত্বে থাকবেন মাসিমিলিয়ানো ইররাতি।এর আগে গত পরশু লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচেও ছিল রেফারিং–বিতর্ক। ২-২ গোলে ড্র ম্যাচে একদম শেষ সময়ে জুড বেলিংহামের হেড জালে জড়িয়েছিল। কিন্তু তাঁর কাছে যখন ক্রসটা যাচ্ছিল, তখনই শেষ বাঁশি বাজিয়েছিলেন রেফারি। গোল না দেওয়ায় রেফারি হেসুস গিল মানজানোর সঙ্গে ঝগড়ায় জড়ানোর পর লাল কার্ড দেখেন বেলিংহাম।লাইপজিগের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটা ১-০ গোলে জিতেছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct