আপনজন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে গঙ্গোপাধ্যায় জানান, গত কয়েকদিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তিনি বলেন, আমি গত কয়েকদিন ছুটিতে ছিলাম এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করি। তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমার মনে হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের এটাই সঠিক মঞ্চ।তিনি বলেন, আমি বিজেপিতে যোগ দেব, সম্ভবত ৭ মার্চ। আমি বিজেপিতে যোগ দিচ্ছি কারণ এটি একটি জাতীয় দল, যা বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল কংগ্রেস।অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২০২৪ সালে কি ওরা (তৃণমূল) টিকে থাকবে? ২০২৬ সাল পর্যন্ত পার্টি থাকবে? মাত্র দু-তিনজন গ্রেফতার হলেই দল উধাও হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্রেফ একজন রাজনীতিবিদ’ বলে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অভিজি গঙ্গোপাধ্যায় বলেন, ‘খুব ভালো মানুষ। খুব পরিশ্রম করে। দেশের জন্য কিছু করার চেষ্টা করছেন।
অভিজিৎ বলেন, তিনি ডায়মন্ড হারবার থেকে লক্ষ লক্ষ ভোটে জিততে পারেন। বর্তমান সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার নাম নিতে তিনি বারবার অস্বীকার করেছেন। অভিষেককে তিনি তালপাতার সেপাই বলেও কটাক্ষ করেন। অভিজিতের দাবি, তিনি যদি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, আমি লক্ষ লক্ষ ভোটে অভিষেককে পরাজিত করব। তবে, এদিন সাংবাদিক সম্মেলনে সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া মিলেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, বিজেপি কিভাবে একজন সিটিং বিচারপতিকে সেই দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে পারে। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন, কলকাতা হাইকোর্টের যে বিচারপতি বহু রায় দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে এবং পদত্যাগ করে প্রকাশ্যে বিজেপিতে যোগ দিয়ে বলছে বিজেপিই একমাত্র দল যারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘খুব সত্যি কথা বলেছেন। উনি বলেছেন, বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি। অর্থাৎ, বিভিন্ন সময়ে যখন উনি আদালতে বিভিন্ন নির্দেশ দিয়েছেন, তখন বিজেপির সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। বাকিটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct