নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কোচবিহার জেলা কমিটির আয়োজনে ‘সংকটময় পরিস্থিতিতে আমাদের করণীয়’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় আজ কোচবিহার রেডক্রশ ভবনে। আজকের এই সেমিনারে সিদ্দিক হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এই সেমিনারে সমস্যা সমাধানের জন্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ সহ নিরপেক্ষ বিচারের অভাব ও নির্দিষ্ট শাসক শ্রেণীর শোষণ মুলক শাসনের উপর আলোচনা করেন আলোচকরা। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বির হোসেন প্রারম্ভিক ভাষণন দেন । পরে একে একে বক্তব্য রাখেন কাওসার আলম ব্যাপারী, মাওলানা মইনুদ্দিন আলী, এ্যাডভোকেট মনিরুজ্জামান ব্যাপারী, মোঃ শাহবাজ আলম, রাজেশ কবির,সওকত আলী। সমস্ত বক্তা একটি বিষয়ে ঐকমত্য পোষণ করে যে, প্রকৃত শিক্ষায় যুব সমাজকে এগিয়ে যেতে হবে। শ্রষ্টার কাছে জবাবদিহির মানসিকতায় নিজের নৈতিক মূল্যবোধের বিকাশ সাধনের মাধ্যমে শিক্ষা,চিকিৎসা, রাজনিতি ও বিচারের মতো জায়গা গুলোতে সৎ মানুষের আধিক্য বৃদ্ধি করতে পারলে সংকটময় পরিস্থিতির বেশিরভাগটাই সমাধান সহজতর হবে। আজকের সেমিনারের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিরুল হক । কোচবিহার জেলা কমিটির সভাপতি রাহুল হোসেনের নেতৃত্বে যুব সমাজের উপস্থিতিতে আজকের সেমিনার সফল ভাবে সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct