সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা। শুক্রবার জি ১৬৭ ব্যাটেলিয়ন এর সেনা বাহিনী বীরভূম জেলায় পৌঁছে এবং সিউড়ি,সদাইপুর ও মহম্মদ বাজার থানা এলাকায় রুটমার্চ শুরু করেন। অনুরূপ রবিবার কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত জবুনী গ্রামে।এছাড়াও ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে রুটমার্চ করেন। লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই এলাকা স্বাভাবিক রাখতে ও ভোটারদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে জেলার বিভিন্ন এলাকাজুড়ে। কেন্দ্রীয় বাহিনী উক্ত গ্রামের ভোটারদের সাথে সরাসরি কথা বলছেন এবং সুবিধা অসুবিধার কথা জানার চেষ্টা করেন বলে জানা যায়। এদিন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সাথে ছিলেন রামপুরহাট সি আই এবং ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকায় ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct