অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আদিবাসী উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে আদিবাসী অধ্যুষিত ব্লকে শুরু হয়েছে ‘জয় জোহার’ মেলা। সেইমতো এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল গঙ্গারামপুর ব্লকে ‘জয় জোহার’মেলা। মেলায় যেমন আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত বিষয় গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনই তুলে ধরা হবে সরকারি উদ্যোগে শুরু করা আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা।গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এদিনের এই মেলার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এই মেলার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল সহ আরো অনেকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন এর অনগ্রসর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার মুখ্য আকর্ষণ আদিবাসী মানুষের নিজস্ব নাচ, গান, শিল্প ও সাংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন। পাশাপাশি এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল জানান, ‘আজ থেকে সূচনা হওয়া ‘জয় জোহার’মেলা চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। এই মেলায় তুলে ধরা হয়েছে সরকারি উদ্যোগে শুরু করা আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct