সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মবিরতি আশা কর্মীদের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পালস পোলিও খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । গোটা রাজ্যের পাশাপাশি ইন্দাস ব্লক জুড়ে গত এক তারিখ থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে লাগাতার কর্ম বিরতির চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা । মূলত তাদের দাবি , কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ তাদের কথা চিন্তা করছেন না । তারা যে পরিমাণ পরিশ্রম করছেন অথচ সেই পরিমাণ বেতন পাচ্ছেন না তাই তারা এই কর্মবিরতি পালন করছেন । রবিবার পালস পোলিও চলছে গোটা দেশজুড়ে মূলত বর্তমান সময়ে পালস পোলিও পরিষেবা দিয়ে থাকেন আশা কর্মীরা । আজ দেখা গেল আশা কর্মীদের বদলে শিশুদের পালস পোলিও খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । নিজেদের দায়িত্ব পালন না করে লাগাতার কর্ম বিরতির এই সিদ্ধান্ত নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন । আজ ইন্দাস হাসপাতালের সামনে বেশ কিছু সময় ধরে আশা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান এর ফলে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষদের । তবে শুধুমাত্র ইন্দাস নয় কোতুলপুর জয়পুর সোনামুখী সহ বিভিন্ন ব্লকে আশা কর্মীরা কর্মবিরতি পালন করছেন । বিক্ষোভরত এক আশা কর্মী জানান, আমাদের দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব । প্রয়োজন হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা । এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান , যেহেতু আশা কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করছে না তাই আমাদেরকেই পালস পোলিও পরিষেবা প্রদান করতে হচ্ছে এক্ষেত্রে আমাদের কোন সমস্যা হচ্ছে না ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct