লতিফা পারভীন, উলুবেড়িয়া, আপনজন: হাওড়া জেলার নিমদিঘীতে সোসাইটি আফলিফ্টমেন্ট সেন্টারে শনিবার গার্লস ইসলামিক অর্গানাইজেশনের (জি,আই,ও,)হাওড়া জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শুরু হয় জেলা নাজিম নূর আহম্মদ মোল্লার কোরআনের দারসের মাধ্যমে। কর্মীদের উদ্দ্যেশে স্বাগত বক্তব্য পেশ করেন জি,আই,ও-র জেলা সম্পাদিকা মুজাহিদুন্নিসা। “ক্যারিয়ার ভাবনা ও ইসলামি আন্দোলন “ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশ করেন, নাজমা নাসরিন, সুমাইয়া খাতুন, , সাহানা খাতুন, প্রমুখ। “রমজানের মনস্তাত্ত্বিক, সামাজিক, আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করেন জামাআতে ইসলামি হিন্দের হাওড়া জেলা নাজিমা রোকেয়া মোল্লা। এছাড়া বক্তব্য রাখেনজামাআতের দ:বংগ নাজিমা মঞ্জুরা বেগম ও সাবেক নাজিমা রেহানা সুলতানা। তিন শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন এই কনভেনশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct