আপনজন ডেস্ক: বহুল আলোচিত ম্যাচটি শেষ হয়েছে দৃশ্যমান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। অনেকেই এটিকে বর্ণবাদ দূরীকরণের পথে উল্লেখযোগ্য মাইলফলকও মনে করতে শুরু করেছিলেন। কিন্তু ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পর জানা গেল, ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচটিও আসলে বর্ণবাদমুক্ত ছিল না।ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলতে নেমে আবারও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এক অপ্রাপ্তবয়স্ক দর্শক কর্তৃক ভিনিসিয়ুসকে ‘বানর’ ডাকার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনা তদন্ত শুরু করেছে লা লিগা।কাল রাতে মেস্তায়ার রিয়াল–ভ্যালেন্সিয়া ম্যাচে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মে মাসে এখানে খেলতে এসে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন। গ্যালারি থেকে লাগাতার উত্ত্যক্ত হওয়ার এক পর্যায়ে নিজে মেজাজ হারিয়েছিলেন, পরে দেখেছিলেন লাল কার্ডও। ঘটনাটি ফুটবল–বিশ্বে এতটাই তোলপাড় ফেলে যে ফিফা ভিনিকে প্রধান করে বর্ণবাদ–দূরীকরণে বিশেষ কমিটি গঠন করে। ব্রাজিল সরকারও একটি আইন প্রণয়ন করে। এ ছাড়া বড় অঙ্কের আর্থিক জরিমানা হয় ভ্যালেন্সিয়াকে, গ্যালারিতে আজীবন প্রবেশ নিষিদ্ধ হয় তিন দর্শকের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct